Fabric Structure & Analycis-2, সাটিন-সাটীন ডিজাইনের মুভ নম্বর বের করার নিয়মাবলী

সাটিন-সাটীন ডিজাইনের স্টেপ ভ্যালু বা মুভ নম্বর বের করার নিয়মাবলীঃ

১। স্টেপ ভ্যালু বা মুভ নম্বর কখনো ১ হবে না।

২। স্টেপ ভ্যালু বা মুভ নম্বর কখনো রিপিট সাইজ বা উইভ নম্বরের সমান হবে না।

৩। স্টেপ ভ্যালু বা মুভ নম্বর কখনো রিপিট সাইজ বা উইভ নম্বরের ১ কম হবে না।

৪। রিপিট সাইজ বা উইভ নম্বরের টানা ও পড়েনের এমন একটি অসমান সংখ্যা নিতে হবে যার যোগফল উইভ নম্বর বা রিপিট সাইজের সমান হবে।

৫। টানা ও পড়েন সংখ্যার মধ্যে কোন কমন ফ্যাক্টর থাকবে না।

 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

তোমরা অনেক সময় মুভ নম্বর বের করার নিয়মটা ঠিকঠাক বলতে পারো না বা জানো না। তোমরা এই ৫টি নিয়ম জানলেই যেকোন রিপিট সাইজের স্টেপ ভ্যালু বা মুভ নম্বর সহজেই বের করতে পারবে। আসা করি, বিষয়টি বুঝতে পেরেছো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।